
পাশাপাশি হুয়াওয়েকে নিয়ে নির্মিত বিজ্ঞাপনচিত্রেও দেখা যাবে ঐশীকে।
ঐশী 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮' প্রতিযোগিতায় সেরা হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া তিনি ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে শীর্ষ ৩০-এ জায়গা করে নেন। ঐশী পড়াশোনার পাশাপাশি স্কুল ও কলেজে নিয়মিত বিতর্কে অংশ নিয়েছেন। যুক্ত আছেন নাচে। আঁকাআঁকি, গান, উপস্থাপনায়ও তার সমান আগ্রহ রয়েছে।
ফেমাসনিউজ২৪/ এসএ/ কেআর