
তিনি অভিযোগ করেন, বিয়ে না করেই সন্তানের মা হয়েছিলেন বলে অনেকে কাজ দিতে চায়নি। অবিবাহিত অবস্থায় মা হওয়ার জন্য অনেকটাই মনের জোরের দরকার। আর আমার এ চরিত্রের কারণেই আমার কাছে যে অভিনয়ের অফারগুলি এসেছিল সবগুলিই খলনায়িকার।
ক্রিকেটার ভিভ রিচার্ডসের সন্তানের মা নীনা গুপ্তা। কিন্তু প্রথম জীবনে সেই স্বীকৃতি ভিভ রিচার্ডস তাকে দেননি। পরে মেয়ে মাসাবার উদ্যোগেই ভিভ তাকে পিতার নাম দেন। নীনা গুপ্তা কিন্তু ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্ক কখনও গোপন রাখেননি। গোটা বলিউডই জানত।
সে সময়ে বিয়ে না করে মা হওয়ার চিন্তা-ভাবনা কোনও মেয়ে করতে পারতেন না। নীনার এ সিদ্ধান্ত দর্শকদের মধ্যে বিরূপ ভাবনা তৈরি করতে পারে এ ভেবেই পরিচালকরা তাকে খুব একটা অভিনয়ের অফার দিতেন না।
কয়েকদিন আগেই নীনা গুপ্তার বধাই হো ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছে। বলিউডের সেরা ছবির তালিকায় উঠে এসেছে ‘বধাই হো’।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম