
প্রায় পাকাপাকি ভাবে লস অ্যাঞ্জেলসে থাকতেও শুরু করেন নায়িকা। ফলে বলিউডের অনেক খবরই নাকি তার অজানা। আর সে কারণেই প্রিয়াঙ্কার সমালোচনা করলেন কারিনা কাপুর। প্রিয়াঙ্কাকে মনে করিয়ে দিলেন, তিনি যেন কোনও ভাবেই নিজের শিকড়কে ভুলে না যান!
সম্প্রতি কর্ণ জোহরের চ্যাট শো-এ হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা এবং কারিনা। সেখানে প্রিয়াঙ্কার কাছে কর্ণ জানতে চান, বরুণ ধবনের গার্লফ্রেন্ডের নাম কী? প্রিয়াঙ্কা এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। আর তাতেই অবাক হয়ে যান কারিনা। বলিউডের গসিপ গার্ল হিসেবে কারিনার নাকি একটি আলাদা পরিচিতি রয়েছে। ফলে এ সব খবর কারিনার জানা।
কর্ণের শো-এ কারিনা অবাক হয়ে প্রিয়াঙ্কাকে বলেন, বরুণ কার সঙ্গে ডেট করছে তুমি জান না? ও! তাহলে তুমি এখন শুধু হলিউড স্টারদের খবর রাখছো? আমাদের কিন্তু তাই মনে হচ্ছে। নিজের শিকড় কিন্তু ভুলে যেও না…।
ফেমাসনিউজ২৪/ এসএ/ কেআর