logo

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ | ১৩ মাঘ, ১৪২৭

header-ad

এক বছরেই ভেঙে গেল এই তাদের সংসার

বিনোদন ডেস্ক | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯

ভেঙে গেল অভিনেতা আজিজুল হাকিম সীমান্ত ও মডেল মোর্শেদা খাতুন মীম উরফে রোজা দম্পতির সংসার। বিয়ের এক বছরের মাথায় বিচ্ছেদ ঘটল এই তারকা দম্পতির।

২০১৭ সালের ৮ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।

২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রের মাধ্যমে কমেডি অভিনেতা হিসেবে অভিষিক্ত হন সীমান্ত। মীম মডেলিংয়ের সঙ্গে যুক্ত।
২০১৯ সালের ১৬ জানুয়ারি তারিখে সীমান্তকে তালাকের নোটিশ দেন মীম। আগামী ১৬ এপ্রিল তালাকটি কার্যকর হবে।

সীমান্ত গণমাধ্যমকে জানান, শাশুড়ির কাছে মীমের কিছু কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন তিনি। তারপর মীমকে বাসায় নিয়ে যান শাশুড়ি। এরপর থেকে মূলত ঝামেলার শুরু অর্থাৎ যোগাযোগে বিঘ্ন ঘটে।

সীমান্ত ‘বস টু’, ‘বাদশা’, ‘বিজলী’, ‘ অ্যাকশন জেসমিন’, ‘শুটার’সহ মোট ২৮টি সিনেমায় অভিনয় করেন। আগামী ২২ ফেব্রুয়ারি তার ‘অন্ধকার জগত’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

ফেমাসনিউজ২৪/এসএ/ কেআর