
ছবিতে শাকিব-ফারিয়া ও রোদেলা ছাড়া আরও অভিনয় করছেন নবাগত রোদেলা জান্নাত, মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।
শামীম আহমেদ রনি পরিচালিত 'শাহেনশাহ' ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস।
ফেমাসনিউজ২৪/ এসএ/ কেআর