
বিশেষ দিনটি নিয়ে অজয়ের সঙ্গে নিজের কথোপকশন সরাসরি উল্লেখ করেছেন কাজল। যেখানে কাজল জিজ্ঞেস করেছেন, তাদের এ বিশেষ দিন উপলক্ষে অজয়ের কোনো পরিকল্পনা আছে কী না।
অজয় জানান, বাসায় কিছু ভালো খাবার অর্ডার করতে পারেন তারা। কাজলও তাতে সম্মতি দিয়েছেন।
দীর্ঘ দাম্পত্যের বিষয়ে এক সাক্ষাৎকারে অজয় জানিয়েছেন, আসলে আমরা যেটা নই, একে অপরের কাছে সেটা হওয়ার দাবি করিনি কখনও। জায়গা দরকার হলে দু’জনেই নিয়েছি। এমনও হয়েছে একটা ঘরে আমি আর কাজল বসে রয়েছি, নিজেদের কাজ করছি। কেউ কোনও কথা বলছি না। একে অপরকে এই সুযোগ দেওয়ার জন্যই আমরা ভাল আছি।
ফেমাসনিউজ২৪/ এসএ/ কেআর