logo

সোমবার, ২১ মে ২০১৮ | ৭ জ্যৈষ্ঠ, ১৪২৫

header-ad

দুই লেজের তক্ষক! (ভিডিও)

এক্সক্লুসিভ ডেস্ক | আপডেট: ১১ জানুয়ারি ২০১৭

বিশেষজ্ঞ কুয়োতে পিটারসন তার দলবল নিয়ে যত উদ্ভট বন্য প্রাণী রয়েছে তার খোঁজ করে অতঃপর সেগুলোকে নিয়ে গবেষণা করে। সেই তালিকায় রয়েছে গ্রিজলি ভালুক থেকে শুরু করে কুমির, বিষাক্ত মাকড়সা টেরেনটোলা এবং র‍্যাটেল স্নেক।

এবার তার এই তালিকায় যুক্ত হল দুই লেজ ওয়ালা তক্ষক। পিটারসনের এই গবেষণা নতুন কিছু শেখার সুযোগ করে দেয়।

দেখুন ভিডিওতে...