logo

সোমবার, ২৭ মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

তরুণীর কোলে বিশ্বের সবচেয়ে লম্বা বিড়াল!

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১৮ মে ২০১৭

সম্প্রতি ইন্টারনেটে ব্যাপক খ্যাতি পেয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাস করে বিড়ালটি। বিড়ালটির মনিবের নাম স্টেফি হার্সট। বিড়ালটি অনেকে বিশ্বের সবচেয়ে লম্বা বিড়াল হিসেবে মনে করছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এমএসএন।

২০১৩ সাল থেকে বিড়ালটি পুষছেন স্টেফি। তিনি যখন প্রথম একে বাড়িতে নিয়ে যান তখন অন্যান্য বাচ্চা বিড়ালের মতোই দেখতে ছিলো সে। কিন্তু এরপর ক্রমে বড় হতে থাকে বিড়ালটি। বর্তমানে মেপে দেখা গেছে, তার দৈর্ঘ্য প্রায় ১২০ সেন্টিমিটার বা ৩ ফুট ১১ ইঞ্চি।

বিড়ালটির মালিক স্টেফি জানিয়েছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লোকজন বিড়ালটির পরিমাপ পাঠানোর জন্য তাকে অনুরোধ করেছেন। এরপর তিনি বিড়ালটির মাপ পাঠিয়েছেন তাদের কাছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিড়ালের রেকর্ডের মালিক পশ্চিম ইয়র্কশায়ারের ১১৮ সেন্টিমিটার বা ৩ ফুট ১০ দশমিক ৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বিড়ালের।

ফেমাসনিউজ২৪/এমএইচ/আরকে