logo

শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | ৮ বৈশাখ, ১৪২৫

header-ad

দুই ক্যাঙ্গারুর যুদ্ধ, ভিডিওতে দেখুন কেরামতি!

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ২২ অক্টোবর ২০১৭

ছুটে এসে একেবারে কষিয়ে লাথি। উল্টো দিক থেকেও ধেয়ে এল জোড়া পায়ের গুঁতো। রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে চলল ধুন্ধুমার লড়াই। ভাবছেন কোনো কম্পিউটার গেম! না, দুই ক্যাঙ্গারুর যুদ্ধ। গভীর রাতে মারপিটে জড়িয়ে পড়ে দু’টি ক্যাঙারু। সেই দৃশ্যই ধরা পড়ল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের ইনফ্রারেড ক্যামেরায়।

পুলিশের তরফে এই ভিডিওটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ক্যাঙারু দু’টি একে অপরের সঙ্গে অনেকক্ষণ ধরে মারপিট করে চলেছে। কেউ যেন থামতে চায় না। শূন্যে ওঠে সামনের জনকে লাথি মারে, পর মুহূর্তেই আবার অন্য ক্যাঙারুটি ঘুরিয়ে লাথি কষায় আগের জনকে। ভিডিওটি এ মুহূর্তে সোশ্যাল মিডিয়ার হটকেক।

তবে ভিডিওটি কবে তোলা হয়েছিল তা অবশ্য জানা জায়নি। একইসঙ্গে অজানা ওই দুই ক্যাঙারুর মধ্যে লড়াইয়ের কারণটিও। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিডিওটি হেলিকপ্টার থেকে শুট করা হয়েছিল।

ফেমাসনিউজ২৪/এফএম/এমএম