logo

মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৮ কার্তিক, ১৪২৫

header-ad

যে নদীতে ডুব দিলেই ভেসে উঠবে কঙ্কাল!

অন্যরকম ডেস্ক | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭

ঘটনাস্থল স্পেন, কারো কারো মধ্যে নদীটি নিয়ে ভয়ঙ্কর কৌতূহল রয়েছে। কিন্তু নদী মানেই তো ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা। শৈশবের এমন মজার স্মৃতি কার না আছে? তবে এমন হলো যে, আপনি নদীতে ডুব দিলেন আর ভেসে ওঠার পর আপনার গায়ে শুধু হাড় ছাড়া কিছুই থাকল না! তাহলে কেমন হবে?

হ্যাঁ, এমন নদীও আছে। ওই যে বলা হলো স্পেনের কথা। ওখানেই ভয়ঙ্কর এ নদীটির অবস্থান। যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে।

রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (pH-1.7-2.5) এবং ভারী ধাতুসমৃদ্ধ। পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। মাইন খননের সময় নদীটি উৎপন্ন হয়েছে।

জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হচ্ছে। এই মাইনটির ব্যাপ্তি এতটাই ব্যাপক যে, এর আশপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতটাই দৃষ্টিনন্দিত যে, দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যত সুন্দরই হোক, এটাকে স্পর্শ করা যায় না। স্পর্শ করলেই মহাবিপদ!

ফেমাসনিউজ২৪/আরআই/আরবি