logo

সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৭ কার্তিক, ১৪২৫

header-ad

এটিএম মেশিনে পরানো হল শীতের পোশাক!

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ১০ জানুয়ারি ২০১৮

সমগ্র উত্তর ভারতজুড়েই হাড়কাঁপানো শীত। অনেক জায়গায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। এ অবস্থায় এটিএম মেশিন নিয়ে চিন্তায় পড়ে যান কর্তৃপক্ষ। সচল রাখতে মেশিনে পরানো হল সোয়েটার। অবাক মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। শুধুমাত্র সোয়েটারই নয়, এটিএম কাউন্টারের ভেতরে চালানো হল রুম হিটার।

দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে যখন এটিএম মেশিন সচল রাখতে এসি ব্যবহার হচ্ছে ঠিক একই সময়ে ভিন্ন চিত্র দেখা গেল উত্তর ভারতের হিমাচল প্রদেশে। ওই রাজ্যের লাহুল-স্পিতিতে এটিএম সচল রাখতে অভিনব পন্থা অবলম্বন করেন ব্যাংক কর্তৃপক্ষ।

কাজার স্টেট ব্যাংকের ম্যানেজার সমীর বাবু জানিয়েছেন, হাড়কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। কখনও আবার নেমে যায় মাইনাস ২৫ ডিগ্রি পর্যন্ত। ব্যাংক কর্তৃপক্ষ শীতের সময় আপ্রাণ চেষ্টা করেন এটিএমগুলোকে সচল রাখতে।

একইসঙ্গে তিনি জানান, প্রবল ঠাণ্ডায় এটিএমের কনভেয়ার বেল্ট জ্যাম হয়ে যাওয়ায় বেশিরভাগ সময়েই মেসিনগুলো অকেজো হয়ে পড়ে থাকে। গ্রাহকদের সুবিধার্থে পরিষেবা চালু রাখতে সময়ে মেশিনগুলো গরম কাপড়ে ঢেকে রাখা হয়। ঘর গরম রাখার জন্য ব্যবস্থা থাকে রুম হিটারের। নিরাপত্তার কারণেই কেবিনের ভেতর কাঠ বা কয়লা জ্বালার উপায় নেই। তাই ইলেকট্রিক বা গ্যাসে চলা রুম হিটারের ব্যবস্থা করা হয়েছে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম