logo

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ | ১১ মাঘ, ১৪২৫

header-ad

অস্ট্রেলিয়ানরা যে পর্নো তারকার ফ্যান

মো. বাকি বিল্লাহ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৮

জনপ্রিয় পর্নোগ্রাফি ওয়েবসাইট পর্নহাব ডটকম অস্ট্রেলিয়ায় অনলাইনে সবচেয়ে বেশি বার খোঁজ করা পর্নো তারকাদের তালিকা প্রকাশ করেছে।

গত ১২ মাসের অনলাইন তথ্য বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

অবশ্য অনেকই কোনো সংকোচ ছাড়াই তাদের জনপ্রিয় পর্নো তারকাদের নাম বলেছেন।

তবে এই পর্নো তারকাদের তালিকায় প্রথম স্থানে থাকা মডেল কোনো পেশাদার পর্নো তারকা নয়। বরং সে বিশ্ব সেরা একজন জনপ্রিয় সেলেব্রেটি।

আর তিনি হলে মর্কিন মডেল কিম কার্দাশিয়ান।

প্রায় এক যুগ আগে প্রকাশ পাওয়া তার স্ক্যান্ডাল ভিডিওটির এখনও সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা রয়েছে। সেই সূত্র ধরেই এবারও কিম কার্দাশিয়ান পর্নো তারকাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন।

এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যাথক্রমে মিয়া খলিফা ও রিলে রিডল।

এদিকে কিম কার্দাশিয়ান শুধুমাত্র যে উঠতি বয়সীদের কাছে জনপ্রিয় তা কিন্তু নয়। তার জনপ্রিয়তা দেখা গেছে অস্ট্রেলিয়ার সব বয়সীদের মাঝে।

ফেমাসনিউজ/ বিবি/ এমজি