logo

মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | ৫ চৈত্র, ১৪২৪

header-ad

ফাঁকা বাড়িতে যুবতীর আমন্ত্রণ, ফাঁদে পা দিয়ে চরম পরিণতি যুবকের

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বাড়িতে একা বান্ধবী। ফোন করে তিনি আসতে বললেন প্রেমিককে। এই অবস্থায় কোন প্রেমিক আর দূরে থাকতে পারেন! ফোন করা মাত্রই তিনি হাজির হয়ে যান তার বাড়িতে। ভাবতেও পারেননি তার জন্য কোন ফাঁদ পেতেছেন প্রেমিকা।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ায় ঘটেছে এমনই এক নৃশংস ঘটনা। আনতাসিয়া ওয়েনজেনিয়া নামে এক যুবতী নিজের বয়ফ্রেন্ডকে খুন করেন। তার পরে বয়ফ্রেন্ডের দেহটি ছোট ছোট টুকরো করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখেন।

জানা গেছে, খুনের আগে ওই তরুণী তার বয়ফ্রেন্ডের সঙ্গে শরীরী মিলনে লিপ্ত হয়েছিলেন। মিলনের পরেই শ্বাসরোধ করে তিনি খুন করেন বয়ফ্রেন্ডকে। এর পর রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে দেহটি ছোট ছোট করে টুকরো করে ফ্রিজের মধ্যে রেখে দেন। পরে তার ছোট বোন ব্যাপারটি জানতে পেরে পুলিশে খবর দেন।

ইতিমধ্যে ২১ বছর বয়সী ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে এমন কাণ্ড ঘটালেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। তবে গোটা ঘটনার বীভৎসতা দেখে কেঁপে উঠেছেন অনেকে।

ফেমাসনিউজ২৪.কম/এসআর/এসএম