logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

পেঙ্গুইনের সেলফি ভাইরাল! (ভিডিও)

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১২ মার্চ ২০১৮

তরুণ-তরুণীদের কাছে 'সেলফি' বেশ জনপ্রিয়। সুযোগ পেলেই স্মার্টফোনে সেলফি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেলফি তুলল পেঙ্গুইন! এক জোড়া পেঙ্গুইনের সেলফি তোলার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

এন্টার্কটিকার বরফের উপর পড়ে থাকা একটি স্মার্টফোন খুঁজে পেয়ে সেলফি তুলতে নেমে পড়ে পেঙ্গুইন দুটি। তারা অবশ্য সেলফি ভিডিও তুলেছে।

অস্ট্রেলিয়ান এন্টার্কটিকা বিভাগের একদল গবেষক মউসন রিসার্চ স্টেশন পরিদর্শনের পথে পেঙ্গুইনদের দেখে সেখানে এগিয়ে আসেন। এরপর তাদের দলের একজন ইডি গল্ট নিজের স্মার্টফোনটি এক জায়গায় ফেলে রেখে সরে যান। ফিরে এসে ফোনটি হাতে নিয়ে দেখতে পান মজার সেই ভিডিওটি!

৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পেঙ্গুইন দুটি বেশ কৌতূহল নিয়ে ফোনটি পর্যবেক্ষণ করছে। মনে হচ্ছিল সেলফির জন্য নানা ভঙ্গিতে পোজ দিচ্ছে। ওই দলের পক্ষ থেকে বলা হয়, পেঙ্গুইনরা বরাবর কৌতূহলী স্বভাবের!

ফেমাসনিউজ২৪/আরআই/আরবি