logo

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৫ মাঘ, ১৪২৫

header-ad

২১ তলা হোটেল, ১৯ তলাই মাটির নিচে!

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ০৭ এপ্রিল ২০১৮

ভারী মেশিনের শব্দ আর কালো ধোঁয়ায় এতদিন যে অঞ্চলে কান পাতাই ছিল দায় সেই চীনের সাংহাই শহরের কাছে সংজিয়াং জেলার খনি অঞ্চলের ছবিটা সম্পূর্ণ পাল্টাতে চলেছে। এখানে আর কিছু দিনের মধ্যেই চালু হতে যাচ্ছে চকচকে ঝকঝকে এক হোটেল।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৮-র মে মাস থেকেই চালু হয়ে যাবে এই হোটেল। বিলাসবহুল এই অভিনব হোটেলে ছুটি কাটাতে পারবেন পর্যটকেরা। এর কাজ শুরু হয়েছিল ২০১৩ সালের নভেম্বরে।

এই হোটেলের বৈশিষ্ট্যগুলো ভীষণ বিস্ময়কর। হোটেলের পুরোটাই মাটির নীচে। ভূ-পৃষ্ঠ থেকে ১০০ মিটার গভীর খনির ৮০ মিটার নীচে পর্যন্ত ছড়িয়ে রয়েছে হোটেলটি। হোটেলের বেশ কিছুটা অংশ রয়েছে জলের নীচেও। আর এটাই এই হোটেলের প্রধান আকর্ষণ। হোটেলটির নকশা বানিয়েছে ব্রিটিশ সংস্থা আটকিনস্।

সব মিলিয়ে পর্যটকদের জন্য মোট ৩৮৩টি রুম রয়েছে। হোটেলের মাঝখানে কাচের তৈরি কৃত্রিম জলপ্রপাত রয়েছে। হোটেলের নীচে দাঁড়িয়ে উপরে তাকালে মনে হবে, ঠিক যেন পাহাড়ের গা বেয়ে ৮০ ফুট নীচে গভীর খাদে নেমে আসছে জলপ্রপাতটি।

আগে পুরোমাত্রায় সচল থাকলেও বিগত কয়েক বছর ধরেই পরিত্যক্ত ছিল খনি এলাকাটি। কিন্তু কোনো কিছু অকেজো ফেলে রাখা প্রগতিশীল চীনের ধর্ম নয়।

ফেমাসনিউজ২৪/এসএ/এস