logo

শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

অজগরের পেটে পাওয়া গেল বৃদ্ধার মরদেহ (ভিডিও)

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ১৮ জুন ২০১৮

ইন্দোনেশিয়ার মুনা দ্বীপের সুলাওয়েসি উপকূলের একটি গ্রামে ৫৪ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ অজগরের পেট থেকে বের করা হয়েছে। গত বৃহস্পতিবার এ বিরল ঘটনার খবর পাওয়া গেছে।

পার্সিয়াপান লওয়েলা গ্রামের বাসিন্দা ওয়া টিবা (৫৪) সবজির বাগানে কাজ করছিলেন। রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করেন আত্মীয়-স্বজনরা। কিন্তু হন্যে হয়ে খুঁজেও সন্ধান পাওয়া যায়নি । তখন গ্রামবাসীরা ওই সবজির বাগানে খোঁজাখুঁজি শুরু করেন।

বাগানের মধ্যে একটি জায়গায় প্রথমে বৃদ্ধার চটি মেলে। তার কিছুটা দূরেই কার্যত স্থবির হয়ে পড়ে ছিল প্রায় ২৩ ফুট লম্বা একটি অজগর। সেটা দেখেই সন্দেহ হয় গ্রামবাসীদের। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তারা। তার পেট কাটতেই চক্ষু চড়কগাছ। পেটের মধ্যেই রয়েছে ওয়া টিবার দেহ। অবিকৃত অবস্থায়।

স্থানীয় পুলিশ অফিসার হামকা জানিয়েছেন, শতাধিক গ্রামবাসী মিলে সাপটিকে প্রথমে মেরে ফেলে। তারপর তার পেট কেটে বৃদ্ধার মরদেহ বের করে। মরদেহটিকে দেখে মনে করা হচ্ছে, প্রথমে মাথার দিক থেকে শুরু করে বৃদ্ধার পুরো দেহটাই উদরস্থ করে অজগরটি। দেহটি ময়নাতদন্তের জন্য দেশটির একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেমাসনিউজ২৪.কম/জেডআর/এফআর