logo

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৮ ফাল্গুন, ১৪২৫

header-ad

সাবেক ২ পর্নস্টারের ৬ মাসের জেল

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ২১ জুন ২০১৮

দুবাইয়ে এলিনা ও সাশা পার্কার নামের সাবেক দুই পর্নস্টারকে ৬ মাসের জেল দিয়েছে দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ মদ্যপ অবস্থায় পুলিশের এম্বুলেন্সে হামলে পড়েন সম্পর্কে জমজ এই দুই বোন। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করলেও তাদের বিরুদ্ধে দৃঢ় ও নিরেট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিচারক।

অবশ্য অভিযুক্ত ওই দু’বোনই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। এজন্য তাদের সিদ্ধান্ত নিতে এক মাস সময় দেওয়া হয়েছে। এখন জামিনে রয়েছেন তারা।

বিচারক তার নির্দেশে বলেন, জেল ভোগের পর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে সংযুক্ত আরব আমিরাত থেকে বের করে দিতে হবে। মঙ্গলবারের ওই বিচারে আদালতে উপস্থিত ছিলেন না ওই এলিনা ও সাশা। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হয়। সেখানে বিচারক বিস্তারিত জানতে চান। তাতে বলা হয়, ওই দুই বোন দুবাইয়ে আল সাফার অ্যান্ড পার্টনারস নামের আইনী প্রতিষ্ঠানে কাজ করেন।

এলিনা ও সাশার জন্ম বেলারুমে। আট বছর আগে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া এই বোন সফট পর্ন ছবিতে অভিনয় করেছেন লন্ডনে থাকার সময়েই। পরবর্তীতে সেই পেশা ছেড়ে আইনী পেশায় যুক্ত হন।

ফেমাসনিউজ২৪/আরআর/আরইউ