
বিশ্বকাপের এবারের আসরের আলোচিত খেলোয়াড় ছিলেন নেইমার। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর বড় তারকা হিসেবেই রাশিয়া গিয়েছিলেন তিনি। ভাবা হয়েছিল, আলো ছড়াবেন তিনি-ছড়িয়েছেনও। কিন্তু সেই আলো মøান করে দিয়েছে ফাউলের শিকার হয়ে পড়ে যাওয়ার ভান করে। যা কখনো হয়েছে হাসির খোরাক। কখনো হয়েছে বিরক্তির কারণ।
অনলাইনে নেইমারের পড়ে যাওয়ার অভিনয়ের ভিডিও বিভিন্ন ভিডিও এখন ভাইরাল। সেই সঙ্গে অনেকেই নেইমারের মতো অভিনয় করে, নেইমারের বিভিন্ন ভঙ্গি নকল করে ভিডিও করে তা ছেড়ে দিচ্ছেন নেটে। ফলে ফুটবলার নেইমারের চেয়েও অভিনেতা নেইমার আলোচিত বেশি এখন। রাস্তায়, পার্টিতে, বাসায়, ক্যাম্পাসে, এমনকি বিভিন্ন টিভি প্রোগ্রামে নেইমারের অভিনয় নকল করে ট্রল করা হচ্ছে। কেউ কেউ নিজেদের পোষা প্রাণীকে দিয়েও নেইমারকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিও শেয়ার দেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফেমাসনিউজ২৪আরআর/আরইউ