logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

মাছ আতঙ্কে ভারত! ভুলেও সাগরে যাচ্ছে না কেউ!

অন্যরকম ডেস্ক | আপডেট: ০৭ আগস্ট ২০১৮

বিষাক্ত জেলি ফিশের আতঙ্কে থরকম্প শুরু হয়েছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই।

সৈকতে জেলি ফিশের হুলের খোঁচায় ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন ১৫০ জন। এর জেরে সমুদ্র সৈকতের ধারেকাছে কমেছে ভিড়। আতঙ্কে কেউই সৈকতের দিকে আসছেন না। গত দুদিনে সৈকতজুড়ে বিষাক্ত জলজ প্রাণীটির দাপট বেড়েছে। মুহুর্মুহু আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রাতঃভ্রমণকারীরাও সৈকতের রাস্তা এড়িয়ে চলছেন।

জানা যায়, বর্ষার মাঝামাঝি সময় প্রতি বছরই বাণিজ্য নগরীর সমুদ্র সৈকতে বিষাক্ত জেলি ফিশের দেখা মেলে। আক্রান্ত হন অনেকে। তবে এবার সেই সংখ্যাটা বেশ বেশি। সবে দুদিন হলো জেলি ফিশে ছেয়েছে মুম্বাইয়ের সৈকত।

তার মধ্যে শুধু জুহুর সৈকতেই ১৫০ জন আক্রান্ত হয়েছেন। হুলের খোঁচায় চুলকানি শুরু হয়। প্রথমে পায়েই হুঁল ফোটাচ্ছে জেলি ফিশ। প্রায় সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ক্ষতস্থানে চুলকানি শুরু হচ্ছে। কিছু সময় পর শুরু হচ্ছে যন্ত্রণা। তারপর যত সময় গড়াচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে যন্ত্রণা।

সৈকতজুড়ে নীলরঙা জেলি ফিশ একেবারে থিকথিক করছে। স্থানীয় ব্যবসায়ীরা তাই সৈকতে আসতে নিষেধ করছেন। জুহুতে আক্রান্তের সংখ্যা প্রকাশ্যে এসেছে। তবে খোঁজ নিয়ে দেখলে তা আরও বাড়বে।

জেলি ফিশ কাউকে আক্রমণ করলে দোকানিরাই সাহায্যের জন্য এগিয়ে আসছেন। ক্ষতস্থানে পাতিলেবুর টুকরো ঘষে সাময়িক স্বস্তি মিলছে। তবে কিছুক্ষণ পরেই ফিরে আসছে চুলকানি ও যন্ত্রণা। স্বাভাবিকভাবেই সৈকত জুড়ে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ভুল করেও কেউ এপথে আসছেন না। দোকানিরাও নিষেধ করছেন।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি