logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

কাণ্ড জানেন, সোনার টিফিনবক্সে খাবার খেত চোরেরা!

নিউজ ডেস্ক | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮

ভারতের হায়দ্রাবাদে নিজাম জাদুঘরের সোনার টিফিন বক্স চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া চুরি হওয়া সব দ্রব্যসমাগ্রীই উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুইজনের মধ্যে মূল অভিযুক্তের বিরুদ্ধে ২৬টি মামলা চলছে।

এর আগে ২ সেপ্টেম্বর হায়দ্রাবাদের পুরানি হাভেলির জাদুঘর থেকে নিজামদের ব্যবহৃত সোনার টিফিন বক্স, রত্নখচিত কাপ-প্লেট, সোনার চামচ-সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়। এরপরই ঘটনা তদন্তে নামে পুলিশ।

পুলিশ আরও জানায়, হায়দ্রাবাদ থেকে সোজা মুম্বাইয়ে পালিয়েছিল ওই দুই চোর। মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে ওঠে তারা। এমনকি নিজামের সোনার টিফিন বক্সে নিয়মিত খাবারও খেয়েছে ওই দুই চোর।

উল্লেখ্য, তিন কৌটার সোনার টিফিনবক্সটির ওজন প্রায় চার কিলোগ্রাম। নিজাম জাদুঘরে ছোটো বড় সামগ্রী নিয়ে মোট ৪৫০টি বহুমূল্যের জিনিস রয়েছে। এই সামগ্রী ষষ্ঠ নিজাম মির মেহবুব আলি খাঁ আমল থেকে ব্যবহৃত হচ্ছে। এই বহুমূল্যের সামগ্রী শেষ ব্যবহার করেন হায়দ্রাবাদের নিজা়ম মির ওসমান আলি খাঁ, সপ্তম আসফ জাহ।

ফেমাসনিউজ২৪/পিআর/বিপি