logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

জ্যান্ত সাপ গিলে খেলেন ইনি, দেখুন ভয়ানক ভিডিও!

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮

ভিড়ের মধ্যে থেকে অনুরোধ আসতে থাকে সাপটিকে মুখে রাখার। সাত-পাঁচ না ভেবেই মহীপাল সাপটিকে তার মুখে রাখেন।গ্রামবাসীদের প্ররোচনায় জ্যান্ত সাপ গিলে খেয়ে মর্মান্তিক পরিণতি হলো তার।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমরোহা জেলায়।

৪০ বছর বয়স্ক মহীপাল সিংহ সেই সময়ে মদ পান করেছিলেন। তিনি রাস্তার পাশে একটি ছোট সাপ দেখতে পেয়ে সেটিকে হাতে তুলে নেন। এমন সময়ে তাকে ঘিরে ভিড় জমতে শুরু করে। স্থানীয় মানুষ তাকে ঘিরে ধরলে তিনি সাপটিকে নিয়ে খেলা করতে শুরু করেন।

এমন সময় ভিড়ের মধ্যে থেকে অনুরোধ আসতে থাকে সাপটিকে মুখে রাখার। সাত-পাঁচ না ভেবেই মহীপাল সাপটিকে তার মুখে রাখেন। তার পরে তিনি সাপটিকে গিলে ফেলেন।

বাড়ি ফিরে গিয়ে মহীপাল অসুস্থবোধ করেন। তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘণ্টা চারেকের মধ্যেই তিনি মারা যান।

মহীপালের সাপ খেলানোর ভিডিও তুলেছিলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কেউ কেউ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এ মুহূর্তে ভাইরাল।

খবরে প্রকাশ, সাপটিকে গিলে ফেলার খানিকক্ষণ পর মহীপালের দেহে বিষক্রিয়া শুরু হয়। তিনি বমি করে সাপটিকে উগরে দেয়ার চেষ্টাও করেন। কিন্তু কিছুতেই শেষ রক্ষা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ফেমাসনিউজ২৪/এফএম/এমএম