logo

রবিবার, ১৬ জুন ২০১৯ | ২ আষাঢ়, ১৪২৬

header-ad

চার পা ও দুটি যৌনাঙ্গ নিয়ে জন্ম নিল শিশু, চাঞ্চল্য!

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮

চারটি পা ও দুটো যৌনাঙ্গসহ জন্ম নিল এক শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

স্থানীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটিকে অস্ত্রোপচারের জন্য লখনউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি জটিল হওয়ায় কীভাবে অস্ত্রোপচার করলে শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তা নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পেশায় শ্রমিক বুলহান নিশাদের শিশুটিকে দেখতে ভিড় লেগেছিল গোরক্ষপুরে। শিশুটিকে 'ঈশ্বরের আশীর্বাদ' মনে করা পরিবার প্রাথমিক আপত্তির পর অস্ত্রোপচারে রাজি হয়েছে।

চিকিৎসকরা বলছেন, একই ভ্রুণ থেকে যমজ সন্তান (Monozygotic Twins) হওয়ার ক্ষেত্রেই সাধারণত এ ধরনের সমস্যা হয়। Monozygotic Twins-এর ক্ষেত্রে বিকাশের একটি পর্যায়ে ভ্রুণ দু'ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর দুটি আলাদা রূপেই বাড়তে থাকে তারা। পরে যমজ সন্তানের জন্ম হয়।

তবে অপুষ্টি বা জিনগত ত্রুটির কারণে বহু ক্ষেত্রেই দুটো সন্তানের বৃদ্ধি একই হয় না। তখনই জোড়া সন্তানের জন্ম হয়, যা এক্ষেত্রে হয়েছে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম