logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

প্রেমিকাকে বিক্রি করতে প্রেমিকের বিজ্ঞাপন!

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ০৮ অক্টোবর ২০১৮

প্রেমিকার ওপর বদলা নিতে অভিনব বিজ্ঞাপন। কিন্তু এমন অবস্থা হবে স্বপ্নেও ভাবতে পারেননি সেই প্রেমিক। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেল লিকস নিজের গার্লফ্রেন্ডের ছবি অনলাইন সংস্থা ‘ইবে’-তে আপলোড করেন। তারপরেই ভাইরাল হয়ে যায় সেটি।

জানা গেছে, কয়েক দিন আগে এক দোকানে প্রেমিক ডেলের সঙ্গে তার প্রেমিকার ঝগড়া হয়। সেখানেই বেত দিয়ে ডেলের পশ্চাদদেশে মারে তার বান্ধবী। এ ঘটনায় লজ্জায় পড়ে যান ডেল।

এরপরে ডেল তার প্রেমিকার ছবি ই-কমার্স সাইট ‘ইবে’-তে আপলোড করেন। সেখানে তিনি প্রেমিকাকে গাড়ি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, গাড়িটি পুরনো কিন্তু বিক্রয়যোগ্য। দাম প্রায় ৭০ লাখ টাকা।

এরপরই সেই ই-কমার্স সাইটে হুড়োহুড়ি পড়ে যায়। গাড়ির বিজ্ঞাপনের জায়গায় নারীর ছবি দেখে অনেকেই অবাক হয়ে যান। ডেল জানান, প্রচুর পরিমাণ ফোন ও মেসেজ আসার পর তিনি গার্লফ্রেন্ডের ছবিটি সরিয়ে ফেলেন। কিন্তু তারপরও ফোন কিংবা মেসেজ আসা বন্ধ হয়নি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম