logo

শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১১ ফাল্গুন, ১৪২৫

header-ad

বর ছাড়াই নিজেকে বিয়ে করলেন অক্সফোর্ডের এই ছাত্রী!

| আপডেট: ১১ অক্টোবর ২০১৮

মেধাবী ছাত্রী ‌লুলু জেমাইমা। বাড়ি তার উগান্ডায়। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশুনো করেন। ৩২ বছরের এই যুবতী এমন এক কাণ্ড করে বসলেন, যার ফলে চোখ কপালে উঠেছে সবার। নিজেই নিজেকে বিয়ে করলেন লুলু।

তাও আবার গির্জায় গিয়ে, সমস্ত রীতিনীতি মেনে। কেন এমন কাণ্ড ঘটালেন সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। লুলু বলেন, আমার বাবা এবং মা আমাকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিলেন। আমার যখন ১৬ বছর বয়স, তখন আমার বাবা একটি কাগজে লিখে দেন বিয়ের আসরে আমার কী বলা উচিত। তারপর থেকে আমার প্রতিবারের জন্মদিনে আমাকে একই কথা জিজ্ঞাসা করা হয় যে, আমি কবে বিয়ে করব?‌

তিনি বলেন, আমি এখনও পড়াশুনো করতে চাই। বিয়ে করার কোনও ইচ্ছে আমার নেই।

নকল বিয়ের এ আসরে কনের মতো সেজেগুজে এসেছিলেন লুলু। পরণে ছিল কনের সাদা গাউন। যাজকের সামনে বিয়ের শপথও নেন।

তবে এ বিয়েতে লুলুর অনেক আত্মীয় এবং বন্ধু হাজির ছিলেন। কিন্তু যাদের চাপে পড়ে এ অভিনব কাণ্ড করলেন লুলু, সেই বাবা এবং মা উপস্থিত ছিলেন না।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম ‌‌