logo

শনিবার, ২৫ মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

১০৭ বছর বয়সী বুড়ির রান্নার ভিডিও দেখেন ৩ লাখ দর্শক!

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮

সহজে রান্না করে খাওয়া যায়, এমন খাবারের ডালি নিয়ে পথ চলা শুরু করেছিল ইউটিউব চ্যানেল 'কান্ট্রি ফুড'। অন্ধ্রপ্রদেশের দুই যুবক লক্ষ্মণ কারে আর শ্রীনাথ রেড্ডি স্বপ্নেও ভাবেননি, তাঁদের এই চ্যানেলটার গতিপথই বদলে দেবেন ১০৭ বছরের এক মহিলা। মাস্তানাম্মা নামের ওই প্রবীণার হাতের যাদুর ভিডিও এখন নিয়মিত দেখছেন প্রায় ৩ লাখ মানুষ। মাস্তানাম্মা এখনও রান্না করেন নিজে। টমেটোর ভিতরে অমলেট বা তরমুজের ভিতরে চিকেন কারি তো আছেই, ভদ্রমহিলার ব্রিঞ্জল কারির জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া।

গ্রামের ক্ষেতে বসে মাস্তানাম্মা রান্না করেন নানান পদ। কখনও ফ্রায়েড চিলি চিকেন, কখনও বা চিকেন ড্রামস্টিক। মাছ-চিকেন বা কাঁঠালের বিরিয়ানিও আছে সেই তালিকায়। রান্নার আগে প্রয়োজনীয় সব উপকরণ গুছিয়ে দেন পরিবারের সদস্যরা। তার পরই মাস্তানাম্মা দেখাতে শুরু করেন তাঁর হাতের খেল।

ইউটিউব চ্যানেলটির অন্যতম মালিক লক্ষ্মণ কারে মাস্তানাম্মার নাতিও হন। তাঁর কথায়, আগে যত মানুষ এই চ্যানেলটি দেখত, মাস্তানাম্মা নিজের রেসিপি নিয়ে আসা শুরু করতেই তা বেড়ে গেছে কয়েকগুণ। কেবল মাস্তানাম্মার রান্নার ভিডিও নিয়মিত দেখেন ৩ লাখ মানুষ।

ফেমাসনিউজ২৪/এফএম/এমএম