logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

মাত্র ২ বছর বয়সেই 'গুগল গুরু'!

প্রযুক্তি ডেস্ক | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯

বয়স মাত্র দুই। তার বাবা-মা এখন প্রস্তুতি নিচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের(UPSC)। অথচ বৃন্দাবণের ছোট্ট গুরু উপাধ্যায় কার্যত তার বাবা-মা'র শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সাধারণত দু'বছরের একটি শিশু যেখানে মোটামুটি কথাটুকুই বলতে চেষ্টা করে, সেখানে পতাকা দেখেই গুরু বলে দিতে পারে সমস্ত দেশের নাম, তাদের রাজধানী ও আনুষঙ্গিক আরও সমস্ত কিছু।

এমনকী ইউপিএসসি'র কঠিন ৩৫টি প্রশ্নের উত্তরও তার নখদর্পনে। স্বভাবতই এমন আলোড়ন ফেলে দেয়া ছেলেকে স্থানীয় লোকজন এখন ডাকছেন 'গুগল গুরু' নামে।

২০১৬ সালের ১৪ জুলাই জন্ম গুগল গুরুর। সে একটু বড় হতেই তার বাবা অরবিন্দ উপাধ্যায় ও মা প্রিয়া উপাধ্যায় ইউপিএসসি'র প্রস্ততি নিতে শুরু করে। সেসময় পাশেই বসে থাকত তাদের ছোট্ট সন্তান। হঠাৎই তারা খেয়াল করেন, ছোট্ট গুরু শুনেই শুনেই উত্তর দিচ্ছে তাদের নানা প্রশ্নের। দেশ, রাজধানী, অন্যান্য নানা বিষয় সে ঠোঁটস্থ করে ফেলেছে।

গুরুর এ প্রতিভা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরই মধ্যে তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ইউটিউবে তার নানা প্রতিভার ঝলকও দেখে নিতে পারেন সবাই।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম