logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | ৬ বৈশাখ, ১৪২৬

header-ad

প্রেমিকার আস্ত দেহ গিলে খেল যুবক!

অন্যরকম ডেস্ক | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯

প্রেমিকার মৃত্যুর পরও তাকে নিজের সঙ্গে রাখতে আস্ত মৃতদেহটাই গিলে ফেলল জাপানি যুবক। তারপর কাটল প্রেমিকাকে হারানোর হতাশা। আশ্চর্য হচ্ছেন? চমকে যাওয়ার মতো আরও তথ্য আছে।

জাপানের যুবক ইউমা। পেশায় পতঙ্গ খাদক। অর্থাৎ বিকল্প খাদ্যতালিকায় কী কী থাকতে পারে, তা নিয়ে গবেষণার কাজে যুক্ত। বিভিন্ন ধরনের পতঙ্গ পরীক্ষানিরীক্ষা করে। অনেক সময় পতঙ্গ ভক্ষণও গবেষণার একটি অংশ হয়ে ওঠে।

এমনিতেও জাপানের মতো দেশে কীটপতঙ্গ খাদ্য হিসেবে গ্রহণ করা অভ্যাসের মধ্যেই পড়ে। ইউমা পরীক্ষার জন্য আফ্রিকা থেকে একটি আরশোলা কিনে নাম দেন লিসা। তাকে নিয়ে গবেষণা চালানোর মাঝে ইউমা নাকি লিসার প্রেমে পড়ে যান। যাকে তিনি নিজেই বলছেন, ‘প্লেটোনিক লাভ।’

সেই প্রেমপর্ব চলে বছর খানেক। এরপর জাপানের আবহাওয়ায় আফ্রিকান আরশোলার জীবনযুদ্ধ বেশিদিন স্থায়ী হয়নি। ১ বছর পর মৃত্যুর কোলে ঢলে পড়ে লিসা। ভেঙে পড়ে ইউমাও।

সেসময় তিনি বলেছিলেন, আমার পক্ষে ওর মৃত্যু মেনে নেয়া কঠিন ছিল। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি, ওর পৃথিবীতে থাকার আয়ু খুব কম ছিল। এটাই ছিল ওর নিয়তি। এরপর ইউমা যা করল, সেটাই চমকে ওঠার মতো।

সিদ্ধান্ত নিলেন, প্রেমিকাকে নিজের একটা অংশ করে নিতে হবে। কীভাবে তা করা যায়? সোজা লিসার দেহ পেটে চালান করে দিল ইউমা। এভাবেই সে প্রেমিকাকে একাত্ম করে নিল নিজের মধ্যে।

ইউমার এই পতঙ্গপ্রেম অনেকেরই হাসির খোরাক হয়ে উঠেছে। এমন আজব প্রেমকাহিনী শুনে বিস্মিত হচ্ছেন কেউ কেউ। কিন্তু মনোবিদরা শোনাচ্ছেন অন্য কথা।

বলা হচ্ছে, যেভাবে মানুষ পশুপ্রেমী হয়ে ওঠেন, পতঙ্গপ্রেমও তেমনই মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। তাছাড়া প্রেম তো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। কখন, কার হৃদয়ের সূক্ষ্ম তন্ত্রীতে কীভাবে বাজে, কে-ই বা বুঝতে পারে।

তেমনই ইউমার প্রেম হয় আরশোলার সঙ্গে। এতে অস্বাভাবিকত্ব কিছু নেই। বরং প্রেমকে অমর করে রাখতে তার সিদ্ধান্ত সাধুবাদযোগ্য!

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি