logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | ৬ বৈশাখ, ১৪২৬

header-ad

২৪ ক্যারেটে মোড়ানো স্বর্ণের আইসক্রিম!‌

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯

সোনালি রঙে মোড়ানো সন্দেশ খেয়েছেন অনেকেই, কিন্তু একেবারে ২৪ ক্যারেটে স্বর্ণে মোড়ানো আইসক্রিম খেয়েছেন কী?‌ বিশ্বাস না হলেও এটাই সত্যি।

বিশ্বের একাধিক দেশে এ ধরনের আইসক্রিমের জনপ্রিয়তা তুঙ্গে। এবার ভারতেও মিলছে সেই সোনার আইসক্রিম। সেটা কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে।

অভিনেত্রী শিল্পা শেট্টি তার ইনস্টাগ্রামে সেই আইসক্রিমের ছবি পোস্ট করে লিখেছিলেন, এটার স্বাদ নিতে হলে আর হংকং পাড়ি দিতে হবে না, ভারতেই পাওয়া যাচ্ছে।

হুবার অ্যান্ড হোলি নামে এই সোনার আইসক্রিম প্রস্তুতকারক সংস্থাটি এরই মধ্যে ভারতের তিনটি শহরে আউটলেট খুলে ফেলেছে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম