
রেস্তোরাঁয় ঢুকেই ওই ব্যক্তি বাক্সের ঢাকা খুলে ছেড়ে দিলেন ইঁদুরটিকে। বাক্স থেকে বেরিয়েই ইঁদুরটি তখন এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে।
সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় রেস্তোরাঁর মধ্যে। যে যেদিকে পারছেন ছুটছেন তখন। কেউ আবার চেয়ারের উপর উঠে চিত্কার করছেন প্রাণপনে। কেউ দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টায়। কেউ আবার গালাগালি দিচ্ছেন।
গোটা ঘটনার ভিডিওটি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই সেটি ভাইরাল। আড়াই লাখ ভিউয়ের পাশাপাশি পাঁচ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে ভিডিওটিতে।
ওই রেস্তোরাঁর মুখপাত্র জানিয়েছেন, ঘোরাঘুরি করতে করতে অবশেষে ইঁদুরটি সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়। আর ইঁদুরের মালিক? তিনি ততক্ষণে পালিয়েছেন। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম