logo

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ১০ অগ্রহায়ণ, ১৪২৭

header-ad

লোকভর্তি রেস্তোরাঁয় ছেড়ে দিলেন বিশাল ইঁদুর, এরপর যা কাণ্ড!

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯

আমেরিকার নিউ জার্সিতে বিখ্যাত এক পিত্জা প্রস্তুতকারক সংস্থার রেস্তোরাঁ। সেখানে উপস্থিত সবাই খাওয়া দাওয়া ও নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। হঠাৎ সেখানে ঢুকে পড়লেন এক ব্যক্তি। হাতে একটা বাক্স, যার মধ্যে রয়েছে সাদা রঙের একটি বিশাল ইঁদুর।

রেস্তোরাঁয় ঢুকেই ওই ব্যক্তি বাক্সের ঢাকা খুলে ছেড়ে দিলেন ইঁদুরটিকে। বাক্স থেকে বেরিয়েই ইঁদুরটি তখন এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে।

সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় রেস্তোরাঁর মধ্যে। যে যেদিকে পারছেন ছুটছেন তখন। কেউ আবার চেয়ারের উপর উঠে চিত্কার করছেন প্রাণপনে। কেউ দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টায়। কেউ আবার গালাগালি দিচ্ছেন।

গোটা ঘটনার ভিডিওটি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই সেটি ভাইরাল। আড়াই লাখ ভিউয়ের পাশাপাশি পাঁচ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে ভিডিওটিতে।

ওই রেস্তোরাঁর মুখপাত্র জানিয়েছেন, ঘোরাঘুরি করতে করতে অবশেষে ইঁদুরটি সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়। আর ইঁদুরের মালিক? তিনি ততক্ষণে পালিয়েছেন। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

ফেমাসনিউজ২৪/এফএম/এমএম