logo

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | ১ কার্তিক, ১৪২৮

header-ad

মাত্র ১০ টাকায় শাড়ি!

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯

শাড়ির প্রতি আলাদা টান প্রায় সব বয়সের নারীরই। আর সেই শাড়ি যদি পাওয়া যায় নিতান্তই কম টাকায়, তবে তো সোনায় সোহাগা। সেই কম টাকার শাড়ি কেনার লোভেই ভারতের হায়দরাবাদের একটি শপিং মলে পদপিষ্ট হয়ে যাওয়ার মত পরিস্থিতির সৃষ্টি হল।

জানা গেছে, সিদ্দিপেট এলাকার সিএমআর মলের একটি দোকানে ১০ টাকায় শাড়ি কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। দোকানে ভিড় জমান মহিলা থেকে অল্প বয়সী যুবতীরাও। দোকানে ভিড় বাড়তে বাড়তে তা এতটাই হয়ে যায় যে, পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়।

শাড়ি কেনার জন্য একে–অপরকে ঠেলাঠেলি করে দোকানের মধ্যে ঢুকতে থাকে। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ অবস্থায় এক মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন, ভিড়ের মধ্যে তিনি তার ৫ ভরি সোনার হার, ৬ হাজার টাকা এবং ডেবিট কার্ড হারিয়েছেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম