logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১৮ অগ্রহায়ণ, ১৪২৮

header-ad

১২টি দেশে ১২ বার বিয়ে করেছেন এরা, কারণ জানেন?

অন্যরকম খবর ডেস্ক | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯

 একটা বিয়ের অনুষ্ঠানের নানা ঝামেলায় ক্লান্ত হয়ে পড়েন অনেকে। বিশেষ করে যারা প্রথাগত নিয়মে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেন। কিন্তু ১২ বার ১২টি দেশে কেউ বিয়ে করেছেন শুনেছেন কখনও?

ক্যালিফোর্নিয়ার এক দম্পতি অন্তত তাই করেছেন। কেঞ্জি ও টেলর তানিগুচি প্রথমবার বিয়ে করেন ক্যালিফোর্নিয়ায়।

এরপর তারা বিয়ে করেন ইতালিতে। এরপর তাইল্যান্ড, ইসরায়েল, কিউবা, স্পেন ও ইন্দোনেশিয়াতেও বিয়ে করেন। কেঞ্জিদের দাবি, বিয়ের স্মৃতিকে আরও একটু বেশি রোমাঞ্চকর করতেই তাদের এ সিদ্ধান্ত।

ক্যালিফোর্নিয়ায় প্রথমবার বিয়ের সময় টেলর পরেছিলেন ঠাকুরমার ওয়েডিং ড্রেস। এরপর অন্য একটি গাউনও পরেন তিনি। তখনই নাকি তার মনে হয়, ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা।

বিয়ের গাউনের জন্য ১০০ ডলারের বেশি খরচই করেননি। বরং সারাবিশ্ব ঘুরে বেড়ানোর টাকা খরচ করতেই চেয়েছিলেন তারা।

টেলর একজন বিমানকর্মী। তাই সহজেই বিমানের টিকিট বুক করতে পারেন। ক্যালিফোর্নিয়ার পর প্রথমে কোথায় বিয়ে করেছেন জানেন?

টেলরকে জাপানে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কেঞ্জি। তাই সেখানে বিয়ে করেন দ্বিতীয়বার। আগামী ভ্যালেনটাইন্স ডে-তে ১৩ নম্বর বিয়ের কথা ভাবছেন তারা।

কেঞ্জি ও টেলর বলেন, আসলে ‘ইউ মে কিস দ্য ব্রাইড’ কথাটা শোনার মুহূর্তটা সবচেয়ে ভালো লাগার মুহূর্ত তাদের জন্য।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম