logo

রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭ | ৩ পৌষ, ১৪২৪

header-ad

ছবিতে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি

এএইচএম কাউছার ,চট্টগ্রাম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭

  • ১৯৩৯ সাল। চারদিকে বিশ্বযুদ্ধের দামামা। দেখা দিয়েছে অশান্তির ছায়া। বোমার আওয়াজে শান্তিকামী মানুষের মনে আতঙ্ক। চারদিকে অস্ত্রের গর্জন আর ছোপ ছোপ রক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ রকম সর্বগ্রাসী মরণছোবল ভারতীয় উপমহাদেশের যেসব জায়গায় লেগেছিল, তার মধ্যে অন্যতম চট্টগ্রাম।
  • ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে আছে বিংশ শতাব্দীর সেই যুদ্ধের আগুনে দগ্ধ স্মৃতিময় স্থান চট্টগ্রাম রণসমাধিক্ষেত্র, যা চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামেই পরিচিত। নগরের জিইসি মোড় থেকে পূর্ব দিকে গোল পাহাড়ের মোড় হয়ে ডান দিকে বাদশা মিয়া চৌধুরী সড়ক। এই সড়কে আনুমানিক ১০০ মিটার এগোলে হাতের ডানে সরকারি চারুকলা ইনস্টিটিউট। আর বাঁ পাশে পাহাড়ের কোল ঘেঁষে ওয়ার সিমেট্রি। 

ফেমাস নিউজ২৪ডটকম/এফ/এন