logo

সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৭ কার্তিক, ১৪২৫

header-ad

‘দয়ার দেয়াল’

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১১ জানুয়ারি ২০১৮

ইরানের প্রায় সকল শহরেই রয়েছে ‘দিওয়ারে মেহেরবনী’ বা ‘দয়ার দেয়াল’। বিভিন্ন স্বেচ্ছাসেবক/সমাজকল্যাণমূলক সংগঠনের সদস্যরা শহরের একটা দেয়ালকে ‘দিওয়ারে মেহেরবনী’ বা ‘দয়ার দেয়াল’ হিসেবে নির্দিষ্ট করে দেয়। সেখানে বিনামূল্যে কাপড় দেয়া-নেয়ার জন্য লেখা থাকে “প্রয়োজন না থাকলে রেখে যান আর প্রয়োজন থাকলে নিয়ে যান।”

বিশেষ করে শীতবস্ত্র দেয়া-নেয়ার জন্য ইরানের জনগণ ‘দয়ার দেয়ালে’ ভীড় জমায়। ইরানের এই ‘দয়ার দেয়াল’ বিশ্ব মিডিয়ায় অনেক প্রশংসা কুড়িয়েছে।

একেবারে সরাসরি কাউকে দান করার বিষয়টির মধ্যে কোনো অহংকার বা কারো কাছ থেকে কিছ নেয়ার ক্ষেত্রে যে লজ্জার একটি বিষয় থাকে যা সহজে এড়ানো সম্ভব হয়। সাধারণত নিরাশ্রয় মানুষ যারা তারা এধরনের দয়ার দেয়াল থেকে তাদের প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করে নেন। কঠিন শীতে একটি গরম কাপড় অনেক কাজে লাগে। দেয়ালগুলো নানা আল্পনায় আঁকা থাকে।

দেয়ালে হ্যাঙ্গারের সঙ্গে সারিবদ্ধভাবে জামাকাপড়গুলো সাজানো থাকে। যেন প্রয়োজনের মানুষের জন্যে অপেক্ষা করে ওগুলো।

ইরানের বিভিন্ন স্থানজুড়ে এধরনের দয়ার দেয়ালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।

ফেমাসনিউজ২৪.কম/এসআর/এসএম