logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

আইসক্রিমের অজানা ১৫...

ফিচার ডেস্ক | আপডেট: ১১ মার্চ ২০১৮

গরমে আইসক্রিম চাই-ই-চাই! কিন্তু আইসক্রিম সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে, যা সত্যি ইন্টারেস্টিং!

১. আলেকজান্ডার দ্য গ্রেটের সময় আইসক্রিম আবিষ্কার হয়নি! তিনি নাকি বরফে মধু মিশিয়ে খেতেন।

২. ১৯০৪ সালে সেন্ট লুইস-এ 'ওয়ার্ল্ডস ফেয়ার' চলাকালে আইসক্রিমের চাহিদা বেড়ে যায় যে, শামাল দিতে আইসক্রিম বিক্রেতারা ওয়াফেলের মাথায় আইসক্রিম বসিয়ে বিক্রি করেন। দেখতে লাগে বড়, অথচ আইসক্রিম লাগে কম পরিমাণে! সেখান থেকেই কোনো আইসক্রিমের জন্ম!

৩. রুপার্ট গ্রিন্টের জীবনের প্রথম ইচ্ছে ছিল আইসক্রিম বিক্রি করা। তাই 'হ্যারি পটার'র সিনেমা থেকে তিনি যে টাকা রোজগার করেছিলেন, তাই দিয়ে প্রথমেই কেনেন একটা আইসক্রিম ট্রাক।

৪. আইসক্রিম টেস্টাররা সোনার চামচ দিয়ে আইসক্রিম চাখেন।

৫. পৃথিবীজুড়ে সবচেয়ে জনপ্রিয় আইসক্রিমের ফ্লেভার হল ভ্যানিলা।

৬. গুরুত্বপূর্ণ উপাদান কি জানেন? হাওয়া!

৭. ১ গ্যালন আইসক্রিম বানাতে ১২ গ্যালন গরুর দুধ লাগে।

৮. আইসক্রিমে থাকা চিনি আইসক্রিমের মেল্টিং পয়েন্ট কমায়।

৯. জুন মাসে সব থেকে বেশি আইসক্রিম তৈরি হয়।

১০. হাওয়াই-এ এক ধরনের ফল পাওয়া যায়, নাম ' আইসক্রিম বিন', খেতে হুবহু ভ্যানিলা আইসক্রিমের মতো।

১১. আইসক্রিমের আসল নাম ছিল ‘ক্রিম আইস’।

১২. মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পাওয়া যায় সবচেয়ে বিরল ফ্লেভারের আইসক্রিম- হট ডগ ফ্লেভার।

১৩. বিশ্বের সর্ববৃহৎ আইসক্রিম সান্ডি বানানো হয় ১৯৮৫ সালে, ক্যালিফোর্ণিয়ায়। উচ্চতা ১২ ফিট। ছিল ৪৬৬৭ গ্যালন আইসক্রিম।

১৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উদযাপন করা হয়েছিল আইসক্রিম খেয়েই!

১৫. গোটা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আইসক্রিম টপিং হল চকোলেট সিরাপ।

ফেমাসনিউজ২৪/আরআই/আরবি