logo

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ১ কার্তিক, ১৪২৫

header-ad

কখন রাস্তা পার হতে হয় হাঁসরাও জানে!

ফিচার ডেস্ক | আপডেট: ০৭ মে ২০১৮

স্মার্টফোনের কল্যাণে আজকাল এমন সব দৃশ্য দেখা যায় যা আসলে মুখে বললে বিশ্বাস করার মত নয়। এখন আর অবিশ্বাসের উপায় নেই। অবিশ্বাসীদের সামনে প্রমাণ করে দিল এক দল হাঁস।

সেই ভিডিওটি ভাইরাল হয়েছে জার্মানিতে। ডর্টমুন্ডের কাইজারভিয়ারটেলে হঠাৎ দেখা গেলে একটি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে একদল হাঁস। এমন না যে, সেগুলো এমনিতেই দাঁড়িয়ে ছিল।

যতক্ষণ পর্যন্ত ট্রাফিক সংকেত লাল ছিল ততক্ষণ ঠাঁয় দাঁড়িয়ে থেকে সবুজ আলো জ্বলার সঙ্গে সঙ্গে মানুষের মতো নির্দিষ্ট স্থান থেকে হেঁটে রাস্তা পার হলো।

হাঁসগুলোর এমন নিয়ম-কানুন মেনে রাস্তা পার হওয়ার ভিডিও ফেসবুকে প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে। এরই মধ্যে একটি ফেসবুক পাতাতেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১০ লাখ বার। আর শেয়ার হয়েছে আঠারো হাজার বারের বেশি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম