
জনসংখ্যা বৃদ্ধিতে ১৩০ কোটির ভারত টেক্কা দিচ্ছে চীনকেও। মঙ্গলবার ইউনিসেফের পক্ষে দেয়া হিসাবে ভারত বছরের প্রথমদিনে ৬৯ হাজার ৯৪৪ নবজাতককে স্বাগত জানিয়েছে। এ সংখ্যাটা চীনের ৪৪ হাজার ৯৪০।
ইউনিসেফের রিপোর্টের বরাত দিয়ে সংবাদসংস্থা পিটিআই-এর দাবি, ইউনিসেফের ওই রিপোর্টে আরও বলা হয়েছে— গোটা বিশ্বে ২০১৯ এর প্রথম দিনে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২। প্রায় চার লাখ নবজাতকের মধ্যে সবার উপরের তালিকায় ভারত। প্রায় ৭০ হাজার নবাজাতক সংযোজন হলো ভারতে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম