logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১৮ অগ্রহায়ণ, ১৪২৮

header-ad
রাজধানী ঢাকার বঙ্গবাজার

প্রতিষ্ঠানের শিক্ষা নেই, কথা বলেন দশটিরও বেশি ভাষায়!

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানী ঢাকায় বঙ্গবাজারে নানা নামিদাবি ব্র্যান্ডের জিনস বা শার্ট কমদামে পাওয়া যায়। আর তা অবশ্য অনেকেই জানেন। এসব কাপড় কিনতে প্রচুর বিদেশিরা সেখানে আসেন।

এই বিদেশি ক্রেতাদের সহায়তার জন্য কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গড়ে উঠেছে দোভাষী ছেলেমেয়ের দল। দোভাষী হিসেবে কাজ করে ভালো পয়সাও আয় করছেন তারা।

তবে সম্প্রতি বঙ্গবাজারে বিদেশিদের আনাগোনা কমায় হুমকিতে পড়ে এই পেশাটি। বঙ্গবাজারের এসব দোভাষীদের সঙ্গে কথা বলে জানা যায় এমন বিষয়।

কয়েকজন দোভাষী জানান, তারা ছোট থেকে এখানে বড় হয়েছেন। আর বিদেশিদের আনাগোনায় তারা তাদের মুখের ভাষা রপ্ত করেছেন। এসব ভাষা শিখতে তারা কোনো প্রতিষ্ঠানে শিক্ষা নেননি।

তারা আরও জানান, আগে তাদের এ কাজ ভালোই ছিল। কিন্তু এখন এখানে বিদেশিদের আসা-যাওয়া কমে যাচ্ছে। ফলে তাদের কাজও আগের মতো হচ্ছে।

কারণ হিসেবে তারা বলেন, ভালো ভালো হোটেলগুলো আগে বঙ্গবাজারের আশপাশেই ছিল। কিন্তু এখন সেই সব হোটেল চলে যাচ্ছে উত্তরা, বিমানবন্দর এলাকায়। ফলে বিদেশিরা ওইসব এলাকার মার্কেট থেকে তাদের প্রয়োজনীয় জিনিস কিনছেন।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি