logo

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ | ৩ মাঘ, ১৪২৫

header-ad

সৌদিতে প্লেন বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ১৬ মে ২০১৮

সৌদি আরবের তাবুক অঞ্চলে এক ইঞ্জিনবিশিষ্ট একটি হালকা প্লেন বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে এভিয়েশন ইনভেস্টিগেশন ব্যুরো জানিয়েছে।

এক বিবৃতিতে এভিয়েশন ইনভেস্টিগেশন ব্যুরো জানায়, প্লেনটির রেজিস্ট্রেশন নম্বর HZ-NC7এবং প্লেনটি সৌদি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের। প্লেনটি তাবুক এলাকার বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় বিধ্বস্ত হয়। প্লেনের সব যাত্রীই ঘটনাস্থলে নিহত হন।

এদিকে, দুর্ঘটনার কারণ তদন্তে এভিয়েশন ইনভেস্টিগেশন ব্যুরোর পক্ষ থেকে একটি টিম দুর্ঘটনাস্থলে পাঠানো হয়।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি