
উদ্ধার করা হয়েছে ১২ কিশোর ফুটবলারসহ তাদের কোচকে। এ উদ্ধারকাজের প্রতিটা মুহূর্তে উদ্ধারকারী দলের সাফল্যের প্রার্থনায় ছিল গোটা বিশ্ব। উদ্ধারের খবর আসার প্রহর গুনছিলেন দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ।
সেই প্রার্থনাকে সত্যি করে শেষমেশ উদ্ধার করা গেছে সবাইকে। এ ঘটনায় উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে ব্রিটিশ প্রাইমমিনিস্টার থেরেসা মে।
ডোনাল্ড ট্রাম্পের বার্তা
থাইল্যান্ডের গুহা থেকে ১৩ জনকে উদ্ধারের ঘটনা অভিভূত মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। তিনি গোটা অভিযানকে সাধুবাদ জানান টুইট বার্তায়।
নিজের বার্তায় থাইল্যান্ডের উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যকে সাধুবাদ জানিয়েছেন থেরেসা মে। তাদের সাহসিকতাকে সাধুবাদ জানান তিনি।
এলন মাস্ক
উচ্ছ্বসিত প্রযুক্তি উদ্যোগপতি এলন মাস্ক। তার সংস্থা এ উদ্ধারকাজের জন্য নতুন আকারের সাবমেরিন তৈরির পরিকল্পনায় ছিল। যদিও তার আগেই অভিযানে সাফল্য পেয়েছে থাই সেনা।
উচ্ছ্বসিত টুইটার
থাই গুহা থেকে ১৩ তম ব্যক্তি উদ্ধারের খবর ছড়াতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে টুইটার। ওঠে আসে একের পর এক টুইট।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম