logo

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৮ ফাল্গুন, ১৪২৫

header-ad

ঘুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ১১ জুলাই ২০১৮

ঘুষ, দুর্নীতিসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ভারতের সেনা প্রধান। দেশটির সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সেনাবাহিনীকে সিএসডি মাদক, ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, অবসরে যাওয়া সেনা কর্মকর্তাদের জন্য বরাদ্দ কমানো ও কোন সেনা কর্মকর্তার নৈতিক পদস্খলনের ক্ষেত্রে কঠোর শাস্তির নির্দেশনাসহ বিভিন্ন বিষয়ের একটি ‘নির্দেশনামা’ ভারতীয় সেনাবাহিনীর জন্য জারী করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ওই খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর ১২ লাখ সদস্যকে এসব অপকর্ম প্রতিরোধে এগিয়ে আসতে বলেছেন।

ভারতের সেনাপ্রধান একটি শক্তিশালী ও সুশৃখল সেনাদল গড়তে দেশটির সেনাবাহিনীর নিজস্ব সাইটে একটি নির্দেশনা প্রেরণ করেছেন।

বিশ্লেষকরা বলছেন, কয়েকটি নির্দেশনা সেনাবাহিনীর নিজস্ব বিষয়গুলো আরো ভালো করতে প্রেরণা দিবে। বিশ্লেষকরা মনে করেন, সেনাবাহিনীর কর্মকাণ্ড বেসামরিক মানুষের কর্মকাণ্ডের চেয়ে ভালো।

এদিকে, অপরপক্ষ মনে করেন জেনারেল রাওয়াত এমন এক সময় এসব নির্দেশনা জারি করেন, যখন সেনাবাহিনী ‘সরকারি চাপের মুখে’ আছে। সেনাবাহিনীকে ৬২টি ক্যান্টনমেন্টের রাস্তা বেসামরিক লোকদের জন্য ছেড়ে দিতে হয়েছে। এছাড়া বিভিন্ন কাজ যেমন, বিভিন্নস্থানে সেতু নির্মাণ, ময়লা পরিস্কার করার মতো কাজও সেনাবাহিনীকে দিয়ে করানো হচ্ছে।

যদিও কয়েক দশক ধরেই এমন নির্দেশনা চলে আসছে একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন, জেনারেল রাওয়াত সেনাবাহিনীকে নাড়া দিতে চাচ্ছেন তাদের মধ্যে যে অবসাদ ভর করেছে তা থেকে বের করে আনার জোর প্রচেষ্ঠার একটি হলো এইসব নির্দেশনা। তাছাড়া সেনাবাহিনীর অস্ত্র ক্রয়, ভাতা, পেনশনের পেছনে সরকারের রাজস্ব ব্যয় বেড়েছে।

ফেমাসনিউজ২৪.কম/জেডআর/এমআর