logo

শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ২০ জুলাই ২০১৮

দক্ষিণ এবং মধ্য মেক্সিকোতে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

তবে বৃহস্পতিবারের এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা যায়, এই ভূকম্পনে মেক্সিকো সিটির অফিস টাওয়ার সাময়িকভাবে খালি করে দেয়া হয়। ইউ.এস জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৩০মিনিট নাগাদ এ ভূমিকম্প আঘাত হানে।

মেক্সিকোর রাজধানীর দক্ষিণ-পূর্ব থেকে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭ দশমিক ১ তীব্রতায় ভূমিকম্প আঘাত হানে। সে সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি