logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

ছাদ ফুঁড়ে ব্যাঙ্ককর্মীদের ওপর পড়ল ৫ ফুট লম্বা পাইথন

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮

কর্মব্যস্ত দিনের ফাঁকে বৈঠক করচ্ছিলেন ব্যাঙ্ককর্মীরা। হঠাৎই ওই কক্ষের ছাদ ফাটতে থাকে। অবাক কর্মীরা উপরে তাকানোর আগেই মুহূর্তের মধ্যে ছাদ ফুঁড়ে মেঝেতে পড়ে একটি ৫ ফুট লম্বা পাইথন। ভয়ে যে যেদিকে পারেন ছিটকে সরে যান আতঙ্কিত কর্মীরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার চীনের দক্ষিণাংশে নানিং শহরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্কের শিন চেং শাখায়।

ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নজরে আসে সবার।

ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, ওইদিন কাজের ফাঁকে নিজেদের মধ্যে বৈঠক সেরে নিচ্ছিলেন ৯ জন ব্যাঙ্ককর্মী। যে ঘরে তারা বৈঠক করছিলেন, আচমকা সেই ঘরের ছাদ ফেটে গিয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা দুই কর্মীর মাঝখানে পড়ে ৫ ফুট লম্বা, পাঁচ কেজি ওজনের পাইথনটি।

কর্মীরা ভয়ে পেয়ে যান প্রথমে। তারপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই ঘরের দরজা বন্ধ করে দিয়ে বনকর্মীদের খবর দেন। তারা সাপটি ধরে বন্যপ্রাণী সংরক্ষণ এবং মড়ক নজরদারি কেন্দ্রের হাতে তুলে দেন। ব্যাঙ্কের পাশেই রয়েছে ফল এবং পাখির বাজার।

ব্যাঙ্ককর্মীদের ধারণা, সেখান থেকেই সাপটি কোনোভাবে ব্যাঙ্কের ছাদে চলে আসে। তারপর পাইপ বেয়ে বা ফাটা দেয়ালের মাধ্যমে ওইখানে ঢুকে পড়েছিল। এরপর নিচে পড়ে যায় সাপটি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম