logo

মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ | ১২ চৈত্র, ১৪২৫

header-ad

পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ২২ অক্টোবর ২০১৮

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ।

গতকাল রোববার রাতে দিরা গাজী খান জেলার মুলতান রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান। সংঘর্ষে একটি বাস পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

হতাহতের ঘটনায় এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।

একটি হাসপাতালের কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পাকিস্তানে প্রতি বছর প্রায় ৯ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে গড়ে সাড়ে চার হাজার মানুষ প্রাণ হারায়।

মাধ্যম জানায়, সংঘর্ষের সময় বাস দুটির গতি ছিল বেপরোয়া। এতে একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। বাস কেটে তাদের মরদেহ বের করা হয়েছে। চালকের অমনোযোগিতাকে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে পুলিশ।

কর্তৃপক্ষের দেওয়া এক তথ্যে জানা যায়, পাকিস্তানে প্রতিবছর অন্তত নয় হাজার সড়ক দুর্ঘটনায় সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়

সূত্র: খালিজ টাইমস

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি