logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

ভারতের বিরাটকে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯

ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অস্ট্রেলিয়ায় প্রথমবার সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এশিয়ান দেশগুলির মধ্যেও প্রথম অস্ট্রেলিয়ায় সিরিজ জয়। বিরাট কোহলির দল শুভেচ্ছায় ভাসছে।

এবার বিরাট কোহলিদের অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়াকে অভিনন্দন। এশিয়ার প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়। অভিভূত। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও অভিনন্দনবার্তা পাঠিয়েছেন মঙ্গলবার।

এদিকে সিরিজ জয়ের পর কেক কেটে সেলিব্রেশন করেছেন বিরাট–আনুশকা। ইনস্টাগ্রামে সে ছবি দেয়ার পর ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যাচ্ছে, আনুশকাকে কেক খাইয়ে দিচ্ছেন বিরাট। সিডনি টেস্টের শেষদিন মাঠে হাজির ছিলেন আনুশকা। সিরিজ জয়ের পর মাঠেই চলে এসেছিলেন বিরাটপত্নী। স্বামীর সঙ্গে মাঠ ঘুরেছেন তিনি। সে ছবিও ভাইরাল হয়ে গেছে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম