logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১৮ অগ্রহায়ণ, ১৪২৮

header-ad

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ফেমাস নিউজ ডেস্ক | আপডেট: ২৭ মার্চ ২০১৪

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন।


নিহতরা হলেন, বাবা জামাল হোসেন (৪৫), ছেলে মাসুদ (১৮)। তাদের বাড়ি আদর্শ সদর উপজেলার সুজানগর গ্রামে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ময়নামতি হাইওয়ে থানার এসআই সিরাজ জানান, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।