logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১৮ অগ্রহায়ণ, ১৪২৮

header-ad

মাগুরার মহম্মদপুরে অগ্নিকাণ্ডে শিশু নিহত

ফেমাস নিউজ ডেস্ক | আপডেট: ২৯ মার্চ ২০১৪

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় এক বাড়িতে আগুন লেগে ঘরে ঘুমিয়ে থাকা ছয় বছরের মেয়ে মিনা খাতুন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে পাঁচজন। আগুনে চারটি বসতঘর  ভস্মীভূত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার জাঙ্গালিয়া গ্রামের পান্নু শেখের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও এলাকাবাসী জানায়, পান্নু শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই বাড়ির ৪টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওইসব ঘরের সকল মালামাল ভস্মীভূত হয়। আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।