logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১৮ অগ্রহায়ণ, ১৪২৮

header-ad

আ'লীগ নেতাকে পিটিয়ে মারল যুবলীগ

ফেমাস নিউজ ডেস্ক | আপডেট: ৩০ মার্চ ২০১৪

নাটোরে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে আবু খানকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। নিহত আবু খান সোয়াইড়-বালাল গ্রামের মৃত শুকাই খান এর ছেলে।

খাস পুকুর নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবলীগের সদস্য রবিউল ইসলাম ও স্থানীয় ক্যাডার আলমাস, আরিফ এর নেতৃত্বে প্রতিপক্ষ গ্রুপের আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিককে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ওসমান খান বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।

এলাকাবাসী জানান, উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড়-বালাল গ্রামের ১৪একর সরকারী খাস পুকুর (বালাল দিঘী) নিয়ে দীর্ঘ দিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর আগে মার্চ রাতে আবু বক্কর সিদ্দিক ও রবিউল ইসলামের গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খাস পুকুর নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। মামলার প্রস্তুতি চলছে মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক ভাবে তিনজনকে আটক করা হয়েছে।