logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১৮ অগ্রহায়ণ, ১৪২৮

header-ad

চাঁদপুরে ৮০ মণ জাটকা জব্দ

চাঁদপুর সংবাদদাতা | আপডেট: ৩১ মার্চ ২০১৪

চাঁদপুরের মেঘনা নদী থেকে ৮০ মন জাটকাসহ ১৫ জেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে তাদেরকে আটক করা।

এ সময় ভ্রাম্যমান আদালত আটক জেলেদের মধ্যে ১১ জনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর চারজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র সূত্রধর এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জেলা পুলিশ সুপার আমির জাফর জানান, জব্দ জাটকাগুলো গরীব, দুস্থ, এতিমখানায় বিতরণ করা হয়েছে।