logo

শনিবার, ২৬ মে ২০১৮ | ১২ জ্যৈষ্ঠ, ১৪২৫

header-ad

সিরাজগঞ্জে ইফতারি খেয়ে একই পরিবারে ৮ জন অসুস্থ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৩ জুন ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইফতারিতে ঘোল খেয়ে একই পরিবারের ৮ সদস্য অসুস্থ হয়েছেন। শনিবার ভোরে তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন, উপজেলার রেলস্টেশন এলাকার দুলাল সরকারের বউ আছাতন, মেঝো ভাই সাকাত সরকার ও তার তিন ছেলে আজাদ, উজ্জল ও রুবেল, ছোট ভাই করিম ও সোহেল এবং ভাগিনা সালাম।

দুলাল সরকার জানান, তার ভাগিনা পাবনা জেলার নুর হোসেনের ছেলে সালাম সন্ধ্যায় ঘোল নিয়ে বাসায় আসে। পরে ইফতারিতে ভাগিনাসহ বাসার সবাই এই ঘোল পান করার পর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় ভোরে সবাইকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, অসুস্থ ৮ জনের চিকিৎসা চলছে। খাবারে পয়জনের কারণে মূলত এ সমস্যা দেখা দিয়েছে।

ফেমাসনিউজ২৪.কম/এস/এস