logo

দিনাজপুরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসির ক্যামরাপার্সন সুমনকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। দিনাজপুর প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে স্থানীয় টিভি ক্যামেরা র্জানালিষ্ট এসোসিয়েশনের (টিসিএ) ব্যানারে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।

এ সময় সাংবাদিকরা বলেন, এই ঘটনা গনতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নেয়া হলে ভবিষ্যতে এসব পুলিশ সদস্যরা উৎসাহিত হবে।

মানবন্ধনে বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম নবী দুলাল, ক্যামেরাপার্সন শাহিন, আরমান, সাব্বির প্রমুখ।
ফেমাসনিউজ২৪/প্রতিনিধি/এসআর